'ধর্ম যার যার, রাষ্ট্র সবার' এই শ্লোগানকে সামনে রেখে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার আহ্বায়ক প্রবীর রায় এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রবীর রায়, এ্যাডভোকেট ইন্দ্রনাথ রায়, অশোক কুমার দাস, গোপাল ঘোষ, এ্যাডভোকেট অতুল রায়, ডা. সুকদেব, নির্মল কুমার সরকার প্রমুখ।
এ সময় বক্তারা অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের দ্রুত বাস্তবায়ন, সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং অধিকার আদায়ের দাবি জানান।
বিডি প্রতিদিন/২৭ জুলাই ২০১৮/হিমেল