মুজিবনগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বাগোয়ান দর্গাপাড়ার মোসলেম শেখ, বোসপাড়ার সঞ্জয় শাহা, ঘাটপাড়ার সুন্নত শেখ ও শহরের কাঁশাড়িপাড়ার রিপন বিশ্বাস।
মুজিবনগর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাগোয়ান গ্রামের দরগাপাড়ায় রাস্তার ওপর ফেনসিডিল বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। এ সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এএসআই রবিউলের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের ফেনসিডিলসহ আটক করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সুবত্র বিশ্বাস জানান, রিপন বিশ্বাসকে শুক্রবার সকালে মুজিবনগর থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের নামে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা