দিনাজপুরের বিরলে বৃষ্টির সময় বজ্রপাতে তারেক রহমান নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে বিরলের রাজারামপুর ইউপির সেগুনবাড়ী বাজারের পাশে ফসলের মাঠে মই দেয়ার সময় এ ঘটনা ঘটে।
মৃত তারেক রহমান (১৮) বিরল উপজেলার রাজারামপুর ইউপির হাসিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি কাহারোল উপজেলার ঈশ্বরগ্রাম (শুকানদিঘী) দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে প্রচন্ড বৃষ্টিপাতের সময় বিরল উপজেলার রাজারামপুর ইউপির সেগুনবাড়ী বাজারের পাশে ফসলের মাঠে মই দিচ্ছিল তারেক। এসময় তারেক রহমান বজ্রপাতে ঝলসে গেলে ঘটনাস্থলেই মারা যায়।
রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৭ জুলাই ২০১৮/হিমেল