মো. লুতফর রহমানকে সভাপতি ও কামরুল হাসান ফিরোজকে সাধারণ সম্পাদক করে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের ২৫সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগ সভাপতি কাজী রাজু অাহমেদ বুলবুল ও সাধারণ সম্পাদক অাব্দুল্লাহ অাল মামুন বৃহস্পতিবার দুপুরে এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অামিনুল ইসলাম অারোজ, সুমন বিশ্বাস, যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন, শিশির মজুমদার বকুল, সাংগঠনিক সম্পাদক শুভ মল্লিক, কাজী রুবেল, কার্যকরী সদস্য কুব্বাত দেওয়ান, তন্ময় সরকার ও অারিয়ার ইসলাম অনিক প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান