নানা আয়োজনে মধ্য দিয়ে নাটোরে স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কান্দিভিটুয়া জেলা অস্থায়ী কার্যালয়ে জাতীয় প্রতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানের এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের যুব ক্রিয়া বিষায়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আহম্মেদ সেলিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মলয় কুমার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর নাফিউ ইসলাম অন্তর, সদর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদ জহুরুল ইসলাম ছুক্কু প্রমূখ। পরে র্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/২৭ জুলাই ২০১৮/হিমেল