নির্বাচন কমিশন ঘোষিত সময়েই সংসদ নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনেই হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে ভুল করা যাবে না। ভুল করলে বাঙালী জাতীয়তাবাদ ধ্বংস হবে। দেশ পিছিয়ে যাবে এবং দেশে জঙ্গি-সন্ত্রাস-মাদক বেড়ে যাবে। এজন্য নেতাকর্মীসহ জনগণকে সজাগ থাকতে হবে।
শুক্রবার সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা আওয়ামী লীগ অফিসে স্বেচ্ছাসেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করতে পারবে না বলেই বিএনপি দেশি-বিদেশী চক্রান্তের পথে পা দিয়েছে। তাদের এই চক্রান্ত সফল হবে না।
কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম, যুবলীগের বিপ্লব সরকার ও আলী আসলাম প্রমুখ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/২৭ জুলাই ২০১৮/হিমেল