বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ. কে. এম. শাহজাহান কামাল বিএনপি’র কঠোর সমালোচনা করে বলেছেন, ‘সামরিক শাসন ও জোর করে ক্ষমতার রাজনীতি আর নয়। এদেশ পাকিস্তান নয় যে বার বার সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এখন ঐক্যবদ্ধ রয়েছে। দেশের ১৬ কোটি মানুষও ঐক্যবদ্ধ রয়েছে।’
শুক্রবার বিকালে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, ‘আপনারা (বিএনপি) নির্বাচনে আসবেন না তাহলে আমরাতো বসে থাকতে পারিনা, পারবো না। ২০১৪ সালে বিএনপি স্বপ্ন দেখেছিল সামরিক শাষনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে। এ কারণে তারা নির্বাচনে আসেনি। পাকিস্তানে সামরিক শাষনের মাধ্যমে ইমরানকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করা হয়েছে। এতে একটি পক্ষ খুশি হয়েছেন, এতে আনন্দিত হওয়ার কিছু নেই, হতাশারও কিছু নেই। তারা ভারতের নির্বাচনের পরও খুশি হয়েছিল’।
জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির জেলা সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ।
বিডি প্রতিদিন/২৭ জুলাই ২০১৮/হিমেল