টেকনাফের সাবরাং উপকূলে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে একটি মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচজন জেলে সাঁতরিয়ে কূলে ফিরে আসলেও আলী হোসেন (৩০) নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। সে টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল এলাকার মৃত ফজল আহমদের ছেলে।
গতকাল শুক্রবার সকালে টেকনাফ উপকূলের সাবরাং বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় স্থানীয় মুন্ডার ডেইল এলাকার (আমি) আব্দুস ছালাম (৫৫), বশির আহমদ (৩০), সাইদুল্লাহ (২৫), মোহাম্মদ সেলিম (৩০) ও রোহিঙ্গা নাগরিক এবাদুল্লাহ (৩০) সাতরিয়ে কুলে ফিরে আসলেও নিখোঁজ রয়েছেন আলী হোসেন (৩০)।
সাবরাং মুন্ডার ডেইল মাছঘাট সোনারতরী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ও নৌকার মাঝি আব্দুস ছালাম জানান, শুক্রবার ভোরে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার জামাল হোসেনের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার করে ৬ জন জেলে সাগরে মাছ শিকার করতে যায়। হঠাৎ করে উত্তাল ঢেউয়ের কবলে পড়লে ট্রলারটি ফুটো হয়ে পানিতে ডুবে যায়।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, ঘটনাটি শুনেছি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আলী হোসেন নামে এক জেলে নিখোঁজ রয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর