গোপালগঞ্জে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।
আজ শনিবার সকালে জেলা মৎস অফিসের হল রুমে আয়োজিত পুরস্কার বিতরণ, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: আসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা মৎস অফিসার নারায়ন চন্দ্র মন্ডল বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস চাষীদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান