দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি এখন উদ্বোধনের অপেক্ষায়। বোচাগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় এই ভবনটি।
ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল আকৃতির ম্যূরাল স্থাপনের কাজও শেষ হয়েছে।
বোচাগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সেতাবগঞ্জ সড়ক সংলগ্ন ঐতিহাসিক বড়মাঠ স্কুলরোড সংলগ্ন মুশিদহাট মৌজার ৭৮৮ খতিয়ান ভুক্ত ১০৫ নং দাগের ১০ শতাংশ জায়গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর দিনাজপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে। ২০১৬ সালের জুন মাসে ৫ তলা ভবন বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। প্রথম পর্যায়ে ৩ তলা নির্মাণের কাজ শুরু হয়।
এব্যাপারে বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, ৩ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটির নির্মাণ কাজ প্রায় শেষ। এখন শুধু উদ্বোধনের দিন তারিখ ঠিক করা হবে। প্রথম ও দ্বিতীয় তলায় মার্কেট ও ৩য় তলায় থাকবে বিশাল হলরুম কাম অফিস।
বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. জাফরুল্লাহ জানান, মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের কাঙ্খিত এ ভবনটি উদ্বোধন করা হলে মুক্তিযোদ্ধাদের বসার নির্দিষ্ট জায়গা হবে। এজন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দিনাজপুর-২ আসনের (বিরল ও বোচাগঞ্জ) সংসদ সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম