বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদ সংলগ্ন মাঝেরচর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর বাহিনীর প্রধান জলদস্যু আজর নিহত হয়েছেন। শনিবার ভোরে বলেশ্বর নদ সংলগ্ন পাথরঘাটা উপজেলার মাঝের চন নামক স্থানে এ ঘটনা ঘটে।পাথরঘাটা
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহম্মেদ জানান, পাথরঘাটা সংলগ্ন বলেশ্বরের মাঝের চর এলাকায় জলদস্যু নির্মূলে গভীর রাতে র্যাবের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে আজর নামে এক জলদস্যু নিহত হন।
র্যাব -৮ বরিশালের বরাত দিয়ে তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে ৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহত জলদস্যু জাহাঙ্গীর বাহিনী প্রধান বলে জানা গেলেও এখনো তার বাড়ির ঠিকানা জানা যায়নি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর