ভোলা শহরের একটি কিন্ডার গার্টেন স্কুলে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে কেজি শ্রেণির ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত সেই ২ শিক্ষার্থী হলেন অসীম আচার্যের মেয়ে বসুধা আচার্য (৭) এবং সোহানা (৭)।
শনিবার সকাল ১০টার দিকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে দ্রুত আহতদেরকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অপর দিকে এ ঘটনায় স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
অভিভাবকরা জানান, শনিবার সকাল ১০ টার দিকে কেজি জিনিয়া শাখার ক্লাশে হঠাৎ করে সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। এ সময় ক্লাশের ছাত্রী বসুধা আচার্যর ঠোট মুখ ও গাল কেটে যায়। আর সোহানার মাথায় আঘাত লাগে। বসুধা আচার্য'র মুখে চারটি সেলাই দেয়া হয়েছে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা ইমরোজ সিদ্দিকী জানান, স্কুলের সব ফ্যান সংস্কার করা হয়েছিল।
ভোলা মডেল থানার ওসি মোঃ ছগির মিয়া জানান, দুর্ঘটনার খরব পেয়েছেন। তবে কেউ অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর