কক্সবাজারের টেকনাফের রাজারছড়া উপকূলীয় এলাকা থেকে শনিবার সকালে নিখোঁজ জেলে আলী হোসেনের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।
ট্রলারের মাঝি মো. আব্দুস সালাম জানান, শুক্রবার মুন্ডার ডেইল গ্রামের জামাল হোসেনের মালিকানাধীন মাছ ধরার ট্রলারে ছয়জন জেলে সাগরে মাছ শিকারে যান। ট্রলারটি হঠাৎ করে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ফুটো হয়ে সাগরে ডুবে যায়।
ট্রলারে থাকা পাঁচ জেলে মো. আব্দুস সালাম, বশির আহমদ, সাইদুল্লাহ, মোহাম্মদ সেলিম ও এবাদুল্লাহ সাতরিয়ে কুলে ফিরে আসলেও নিখোঁজ ছিলেন আলী হোসেন। তিনি সাবরাং মুন্ডার ডেইল এলাকার মৃত ফজল আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ওই জেলের লাশ উদ্ধার করার পর দাফনের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম