মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আলোচনা ও পুরুস্কার বিতরণীর মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল।
বিশেষ অতিথি ছিলেন এনডিসি রকিবুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, ব্যবসায়ী সহিদ সাদিক হোসেন, সাংবাদিক মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, খামার ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান, মৎস্য চাষী নুর আলম, আবু নাইম প্রমুখ।
অনুষ্ঠানে মৎস্য চাষে বিভিন্ন জাতের পোনা উৎপাদনের জন্য খামসেদ আলী, রেনু উৎপাদনের জন্য নুর আলম,কর্প জাতীয় পোনা উৎপাদনের জন্য হাসান বিশ্বাস, তেলাপিয়া উৎপাদনের জন্য ভজা হালদার, মনোসেক্স উৎপাদনের জন্য আবু নাইম এবং পাঙাস মাছ উৎপাদনের জন্য আসাদুজ্জামানকে পুরুস্কার করা হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর