মাদারীপুরের রাজৈরে সাহাদাত হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে বেদম মারপিট ও কুপিয়ে জখম করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কিশোরদিয়া গ্রামের কাটা গাংপাড় এলাকায়। সাহাদাত হোসেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামের মান্নান মাতুব্বরের ছেলে এবং কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী ও কবিরাজপুর ছইফউদ্দিন কলেজের শরীরচর্চা শিক্ষক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাহাদাত হোসেন শুক্রবার রাত ৯ টার দিকে টেকেরহাট থেকে ভাঙ্গা উপজেলার ভাষড়া গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে কবিরাজপুর ইউনিয়নের কিশোরদিয়া গ্রামের কাটা গাংপাড় আসলে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত তাকে আটক করে বেদম মারপিট ও কুপিয়ে জখম করে। পরে মোটরসাইকেলসহ সাথে থাকা অন্যান্য মালামাল নিয়ে যায় এবং সাহাদাতকে হাত-পা মুখ বেধে পাশের কলাবাগানের মধ্যে ফেলে রেখে যায়।
শনিবার ভোরে এলাকাবাসী সাহাদাতের গোঙ্গানীর শব্দ পেয়ে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘ঘটনার কথা শুনেছি। দোষীদের অতিসত্ত্বর গ্রেফতারের চেষ্টা করা হবে।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর