বগুড়ায় পৃথক অভিযানে ২৬০ বোতল ফেন্সিডিল ও ৫২০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শনিবার সকালে ও শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে এই মাদকগুলো উদ্ধার করে পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শনিবার সকালে বগুড়া শহরের নতুন বাইপাস সড়কের জয় বাংলা বাজারে পিক আপের সাথে একটি অটোরিক্সার ধাক্কা লাগে। এতে পিক আপের ড্রাইভারসহ হেল্পার পালিয়ে যায়। এলাকাবাসী গাড়িটিকে ধাক্কা দিয়ে মানিকচক হাই স্কুল পর্যন্ত নিয়ে এলে গাড়ির ভিতর ফেন্সিডিল থাকার বিষয়টি দেখতে পায়।
খবর পেয়ে সদর থানার পুলিশ সেখানে গিয়ে ফেন্সিডলসহ গাড়ি থানায় নিয়ে আসে। গাড়িটির বডিতে পরিবর্তন করে বিশেষ খোপ তৈরি করে এই ফেন্সিডিল রাখা হয়েছিল। এসময় অভিনব কায়দায় রাখা ২৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির মালিক চালককে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার আশোকোলা গ্রাম থেকে ৫২০ পিস ইয়াবাসহ রুহুল আমিন লিটন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে বগুড়া সদরের আশোকালা এলাকার বাসিন্দা।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানিয়েছেন, ইয়াবাসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান