বগুড়ার শেরপুরে ১০ বোতল ফেনসিডিলসহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ইলিয়াস আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কালসিমাটি গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় শনিবার মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার ইলিয়াস আলী শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কালসিমাটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় নয়মাইল বাজারস্থ একটি অটোরাইস মিল মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
বগুড়ার শেরপুর থানা পুলিশ জানায়, এর আগে একই এলাকা গাড়ীদহ মাদ্রাসাপাড়া থেকে ফেনসিডিলসহ মিজানুর রহমান শাওন (৩৫) নামে এক পল্লী চিকিৎসককে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে শেরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পল্লী চিকিৎসক মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশ রাতে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আলীর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার কাছে থাকা ফেনসিডিলগুলো বাড়ির পাশের একটি জলাশয়ে ফেলে দেয়ার সময় ১০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, গ্রেফতার ইলিয়াস আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পল্লী চিকিৎসক শাওনের তথ্যে মাদক সিন্ডিকেট সম্পর্কে অনেক কিছুই বেরিয়ে এসেছে। সেই হিসেবে পুলিশের তদন্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তথ্য অনুযায়ী চলমান মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম