দলীয় এক নেতার মৃত্যুতে বাগেরহাট জেলা বিএনপি অফিসে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মহফিল অনুষ্ঠান থেকে ফেরার পথে শনিবার দুপুরে মোংলা উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মৃধাসহ ৫ নেতা-কর্মীকে আটক করেছে বাগেরহাট ডিবি পুলিশ।
শনিবার সকালে বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ওলিউজ্জামান মোজার অকাল মৃত্যুতে এই আলোচনা সভা ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। শহরের সরুই দলীয় অফিসে অনুষ্ঠিত এই আলোচনা সভা শেষে ফেরার পথে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন- মোংলা উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মৃধা, শ্রমিক দলের সদর উপজেলা সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান মোজাম, ডেমা সদরের ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক শাফিক হোসেন, যুবদল নেতা জয়নুল পারভেজ সুমন, যুবদল কর্মী তৌহিদ শিকদার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম