নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আব্দুর রউফকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ। শুক্রবার রাতে উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে যুবলীগের গঠনতন্ত্রের ২২ এর (ক) ধারা মোতাবেক উপজেলা যুবলীগের এ নেতাকে বহিষ্কার করে উপজেলা যুবলীগ।
এর আগে, শুক্রবার ভোররাতে ১৭৫ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা আব্দুর রউফকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এর প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম