নাটোরের বড়াইগ্রামে যুব সমাজের উদ্যোগে বিবাহিত ও অবিবাহিত পুরুষদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় ১-১ গোলে ড্র হয়েছে।
‘মাদক নয়, খেলায় মত্ত থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় যুব সমাজদের মাদক ছেড়ে মাঠে খেলার আহ্বান জানানোর উদ্দেশ্যে এই প্রীতি ফুটবলের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কমিটি।
খেলায় বিজিবি’র সিপাহী মাসুদ রানা, নৌ বাহিনীর সৈনিক শামীম হোসেন, ডা. আলতাব হোসেন ও সাংবাদিক আসাদুল ইসলাম আসমত, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিভিন্ন বয়সের পেশাজীবীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম