রাজশাহীর কাশিয়াডাংগা থানার নবগংগায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবগংগা এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে র্যাব। এসময় মাদক বিক্রেতারা টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক মাদক বিক্রেতার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার