বাগেরহাটের মোরেলগঞ্জে একটি পরিবারের সব সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৪ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ২ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের মাষ্টার মজিবর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমানের স্ত্রী রেনু বেগম (৬৫), ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারি জাহিদুর রহমান মামুন (৪৫) ও মামুনের স্ত্রী শারমীন বেগমকে (৩৮) সকালে প্রতিবেশীরা উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন। এদের মধ্যে মামুন কিছুটা স্বাভাবিক হলেও বেলা ১০টা পর্যন্ত অন্যদের জ্ঞান ফেরেনি।
চিকিৎসাধীন ১২০নং বি. বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারি মামুন বলেন, খবারের সাথে বিশাক্ত পদার্থ মিলিয়ে সকলকে অজ্ঞান করে নগদ ২৫ হাজার টাকা, ৭ ভরি ওজনের স্বর্ণালংকার ও দামি সব মালামাল লুট করে নিয়ে গেছে। রাত ২টার পরে এ ঘটনা ঘটেছে।
অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের মধ্যে আলমিরা ভেঙে তছনছ করেছে। তারা কমপক্ষে ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলেও মামুন জানান। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৮/হিমেল