খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৯ মাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কির্তিকা ত্রিপুরা (১১) দীঘিনালার ৯ মাইল ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে ওই এলাকার নন্দ কুমার ত্রিপুরার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা জুম (পাহাড়ে চাষাবাদ) থেকে বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর রাত সোয়া ১১টার দিকে বাড়ির পাশের ছড়ায় তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ সকাল থেকেই খাগড়াছড়ি-দীঘিনালা-বাঘাইছড়ি-লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা বলছেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস সামাদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৮/হিমেল