বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় পৃথক ২টি অভিযানে ৫৯৬ বোতল ফেনসিডিল ও চার কেজি ২০০ গ্রাম রূপার একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সেখানে রবিবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব জব্দ করে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে মাদক ও রূপা পাচার হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে বেনাপোলের শিকড়ি মাঠে পাচারকারীদের ধাওয়া করে ৫৯৬ বোতল ফেনসিডিল জব্দ করে। আরেকটি অভিযানে আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে চার কেজি ২০০ গ্রাম ওজনের রুপা জব্দ করে। বিজিবির অভিযানের খবর পেয়ে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা।
জব্দ হওয়া মাদক ও রূপা জমা দেওয়া বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ২৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ