খাগড়াছড়ির নয় মাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী কৃর্তিকা ত্রিপুরা ওরফে পূর্ণার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে টিফিন ছুটি পেয়ে বাড়ীতে খেতে এসে পূর্ণা পরে আর সে স্কুলে ফিরে যায়নি।
সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফিরলে পূর্ণার মা বিষয়টি এলাকাবাসীকে জানান। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের জঙ্গল থেকে পূর্ণার বিবস্ত্র ও হাত কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। রাত সাড়ে ১১ টার দিকে পূর্ণার উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
আজ রবিবার খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের পর পূর্ণার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে। মামলার করার পর আসামিদের ধরার চেষ্টা করা হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা হয়নি।
পূর্ণার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/ফারজানা