'সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজাই' এই শ্লোগানে ঝিনাইদহে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তা, রাজনীতিবিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
আজ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। এবারের মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের ৪৪ টি স্টল স্থান পেয়েছে।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৮/হিমেল