টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি ৬৬০ ক্যান বিয়ার উদ্ধার হয়েছে। রবিবার সকালে এসব বিয়ার উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, রবিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপি সংলগ্ন দমদমিয়া এলাকায় ১৪নং ব্রিজের পাশে অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় ৬৬০ ক্যান বিদেমি আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করা হয়।
উদ্ধার বিয়ারগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৮/হিমেল