১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য লিয়াকত আলী (৭০) না ফেরার দেশে চলে গেলেন।
শনিবার রাত সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
লিয়াকত আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন ও নিচারন বিবির ছেলে। তার জন্ম ১৯৪৯ সালের ৪ জুন। তিনি ১৯৬৮ সালে আনসার বাহিনীতে যোগদান করেন। প্রশিক্ষন গ্রহন করেন তৎকালীন মেহেরপুর মহকুমা সদরে। স্বধীনতা যুদ্ধে সূচনাতেই তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন।
১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার গঠনের পর পিসি ইয়াদ আলীর নেতৃত্বে তিনি অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বাধীনতা ও আনসার পদক গ্রহন করেন। লিয়াকত আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
পারিবারিক ভাবে জানা গেছে, বেশ কয়েক বছর আগে থেকে আনসার সদস্য লিয়াকত আলী বেশ কয়েকটি রোগে ভূগছিলেন। কয়েক মাস আগে ভারত থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে আসেন। এরপর বাড়িতে থেকে চিকিৎসা গ্রহন করছিলেন তিনি। শনিবার সন্ধ্যার পর থেকে লিয়াকত আলী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসক আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ওসি আবুল কাশেম, আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শেষবারে মতো তাকে দেখতে যান। আজ রবিবার সকাল ১১টার দিকে রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় রাষ্ট্রপক্ষের সালাম গ্রহণ করেন মুজিবনগর উপজেলার ভূমি কমিশনার মেজবা উদ্দিন। গার্ড অব অনার শেষে মরহুমের মরদেহ মুজিবনগর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালে ১৭ এপ্রিল মুজিবনগরে জীবনবাজি রেখে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদান করেন ১২ জন আনসার সদস্য। এদের মধ্য লিয়াকত আলীকে সহ ৯ জন আনসার সদস্য না ফেরার দেশে চলে গেলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন