আজ বিশ্ব বাঘ দিবস। দিবসটি উপলক্ষে সকালে বন অধিদপ্তর খুলনায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। কর্মসূচির মধ্যে আজ সকাল ১০টায় শহীদ হাদিস পার্ক হতে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে খুলনা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘বাঘ বাঁচাই, বাঁচাই বন, রক্ষা করি সুন্দরবন’।
এ সময় অতিথিরা টাইগার এ্যাকশন প্লান্ট এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। গেস্ট অব অনার ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও পরিবেশ, বন ও জলবায়ু সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। এছাড়া খুলনার জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সরদার রকিবুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. এম এ আজিজ, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুখ আহম্মেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী।
সুন্দরবন বাঘের আবাসস্থল হওয়ায় বাঘ সংরক্ষণ, বাঘ শিকার ও পাচার বন্ধ, বাঘের খাদ্য হরিণ রক্ষাসহ লোকালয়ের অধিবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এ দিবস পালনের গুরুত্ব অপরিসীম বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন