কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মহরউদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার কুমড়ি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ মতিউর রহমান নামে একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমড়ি গ্রামের মহরউদ্দিনের সাথে একই বংশের মতিউর রহমানের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে মতিউর রহমান এবং তার ছেলে আবুল কালাম ও শরীফের সাথে মহরউদ্দিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মতিউর রহমান ও তার ছেলেরা মহরউদ্দিনকে পিটিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মতিউর রহমানকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার