কোরবানির ঈদকে সামনে রেখে সংঘবদ্ধ চোরাচালানকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। আজ দিনাজপুরের হিলি সীমান্তের চন্ডিপুর মাঠ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে নিষিদ্ধ ৯৬ হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে।
বিজিবি হিলির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার সুবেদার জয়েন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ট্যাবলেটের একটি চালান নিয়ে চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করছে এমন সংবাদ পায় বিজিবি। সংবাদ পেয়ে আজ ভোরে সীমান্তের চন্ডিপুর এলাকায় অভিযান চালালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে দেওয়া ওই বস্তার ভেতর থেকে নিষিদ্ধ ৯৬ হাজার পিস প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেট গরু মোটাতাজাকরণ কাজে ব্যবহৃত হয়। এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা।
অপরদিকে, হাকিমপুর থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ জানান, শনিবার রাতে হাকিমপুরের নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জনৈক মজনুর বাড়ির সামনের এলাকার কাঁচা রাস্তার উপরে পরিত্যাক্ত অবস্থায় আমদানি নিষিদ্ধ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট 'Cyproheptadine Tablets I.P Paroptin' এক লক্ষ পিস উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার