ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হল, পাটিরা গ্রামের মিন্টু মিয়ার ছেলে সুজন (৭) এবং অলি উল্লাহ’র ছেলে আরাফাত (৬)।
ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম বলেন, রবিবার দুপুর ১টার দিকে কালাদহ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পাশের একটি পুকুরে পড়ে যায় সুজন এবং আরাফাত। স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করে। নিহত সুজন দ্বিতীয় শ্রেণিতে এবং আরাফাত প্রথম শ্রেণিতে পড়ত বলে জানিয়েছেন কবিরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন