হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের রফিক মিয়ার ছেলে শফিক মিয়া (৫) ও ফিরোজ মিয়ার ছেলে ইমান উদ্দিন (৬)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুপুরে ওই শিশুরা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৮/আরাফাত