নাটোরের বড়াইগ্রামে এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তারই সহপাঠিদের বিরুদ্ধে। আজ সকালে উপজেলার পারকোল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
থানার অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১ টার দিকে অষ্টম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রী শারীরিক অসুস্থ্যতার জন্য স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল। পথে তার সহপাঠি আসাদুল ইসলাম (১৫) এবং লাদীম হোসেন (১৪) ওই ছাত্রীকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু খায় এবং শ্লীলতাহানির চেষ্টা করে।
এসময় মেয়েটির চিৎকারী স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। অভিযুক্ত আসাদুল পারকোল গ্রামের নুর মোহাম্মদের ছেলে এবং লাদীম একই গ্রামের শাহিনুর ইসলামের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত দুই ছাত্র কিশোর। তাদের নামেই অভিযোগ নেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, ছাত্রীদের নিরাপদে স্কুলে যাতায়াতের জন্য এই কিশোরদের শাস্তির প্রয়োজন আছে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে প্রয়োজনে আদালতের নির্দেশনা নিয়ে কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার