সীমান্তে বাংলাদেশ মিয়ানমার সৌহার্দ বজায় রাখতে আজ শুক্রবার নাফ নদীতে বিজিবি-বিজিপির ১৫তম যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান
সকাল ১০ টায় ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বিআরএম-০৫ হতে বিআরএম-০৮ পর্যন্ত প্রতিপক্ষ বিজিপির সাথে একটি যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।
টহলে বিজিবির পক্ষে সুবেদার ইব্রাহিম হোসেন এবং বিজিপি এর পক্ষে ২ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পেরামপ্রু ক্যাম্পের পুলিশ মেজর মাইনট টাই নেতৃত্ব দেন।
উল্লেখ্য, গত ৫, ১৪, ২০, ২৭ মার্চ ও ২০, ২২, ২৭ ও ৩০ জুন এবং ৮, ১২, ১৯, ২৬,৩১, জুলাই, এবং ৮ আগস্ট তারিখ ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীর দ্বীপ বিওপি, টেকনাফ বিওপি, দমদমিয়া বিওপি, হৃীলা ও হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপি এর সাথে ১৪টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৮/আরাফাত