বগুড়ার স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং পৌরসভার ভূমিকা বিষয়ক আঞ্চলিক প্রচারণা ও সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপি শহীদ টিটু মিলনায়তনে বগুড়া পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বগুড়া জেলার ১১টি পৌরসভার ৬০জন কর্মকর্তা এবং ব্যবসায়ীদের জন্য স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
এ আয়োজনে সহযোগিতা করে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প-প্রবৃদ্ধি (পিআরএবিআরআইডিডিএইচআই) যা অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকার। বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, সুইসকন্ট্যাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার রোকন উদ্দিন আহমেদ।
এতে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার প্রশাসক এবং স্থানীয় সরকার উপপরিচালক মো. মাসুম আলী বেগ। পৌরসভা প্রবৃদ্ধি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম।
এছাড়া লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর উন্নয়নে প্রবৃদ্ধির ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু। অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, নারী উদ্যোক্তা প্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষার্থী প্রতিনিধিসহ তিন শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।
সেমিনারে বগুড়া পৌরসভার লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের বাণিজ্যিক সম্প্রসারণে নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং স্থানীয় উদ্যোক্তাদের সফলতা ইত্যাদি উপস্থাপন করা হয়। এতে অংশগ্রহণকারীরা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়া, এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের বিষয়ে ধারণা লাভ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, স্থানীয় পর্যায়ের ক্ষুদ্র উদ্যোগগুলো স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের উদ্যোগ শুধু কর্মসংস্থানের সুযোগ তৈরি করে না। বরং ধীরে ধীরে বৃহৎ শিল্প ও ব্যবসার পথে অগ্রসর হওয়ার ভিত্তি স্থাপন করে। প্রবৃদ্ধি প্রকল্প এসব ক্ষুদ্র উদ্যোগকে সহায়তা ও প্রাতিষ্ঠানিক সমর্থনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করছে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে দিনব্যাপী স্থানীয় পণ্য ও বাণিজ্য মেলা এবং শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা আয়োজন করা হয়। স্থানীয় প্রায় এক হাজারের বেশি মানুষ মেলায় অংশগ্রহণ করেন। নারী উদ্যোক্তাদের পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং ও স্থানীয় উদ্যোক্তা উন্নয়নের ধারাবাহিকতায় স্পিরিটেড বিডি, আই ফার্মার এবং এমআইটি পার্ক মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। উদ্যোক্তারা নিজস্ব পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। মেলায় বগুড়া পৌরবাসী সরাসরি পৌরসভার বুথ থেকে ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার সহ ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স পরিশোধ ইত্যাদি বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ করেন। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা উদ্যোক্তা সৃষ্টি ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে জানতে পারেন।
বিডি প্রতিদিন/জামশেদ