নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির মো. দেলোয়ার হোসেনসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। আটকদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
মঙ্গলবার রাতে উপজেলার চৌমুহনী পূর্ব বাজার গোলাবাড়ীয়া মদিনা অফসেট প্রেস থেকে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোলাবাড়ীয়া এলাকায় উপজেলা জামায়াতের আমির দেলোয়ার হোসেনসহ কয়েকজন নেতাকর্মী সরকারবিরোধী বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় বৈঠক থেকে ১১ জন জামায়াতের নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর