মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সাত ঘণ্টা পর দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার এই নৌরুটে আজ ভোর সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার (১৪ আগস্ট) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। বর্তমানে নৌরুটে ছয়টি কে-টাইপ ও তিনটি মিডিয়াম ফেরিতে চলছে গাড়ি ও যাত্রী পারাপার।
বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাট উপ-মহা ব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, নৌরুটে নাব্যতা সংকটের কারণে মঙ্গলবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ভোর সকাল সাড়ে ৫টার দিকে ৯টি ফেরি চলাচল করছে। ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে ফেরিগুলো চলছে।
বিডি প্রতিদিন/১৫ আগষ্ট ২০১৮/হিমেল