ফরিদপুরের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। বুধবার সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ অফিসে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো।
সকাল সাড়ে ৮টায় রাজেন্দ্র কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাবসহ সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও সামাজিক সংগঠনগুলো।
এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে শোক শোভাযাত্রা বের হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন সংগঠন রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা