খাগড়াছড়ি জেলা সদরের আলুটিলা নামক এলাকায় যাত্রীবাহি বাস উল্টে রফিক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছে ১৪জন। মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, মঙ্গলবার চট্টগ্রাম থেকে যাত্রীবাহি বাসটি খাগড়াছড়ি আসছিল। সকাল ১১টার দিকে খাগড়াছড়ির প্রবেশ মুখের আলুটিলা নামক এলাকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।
আহতরা বলেন, দুর্ঘটনার আগে থেকে চালক মুঠোফোনে কথা বলে গাড়ী চালাচ্ছিলেন। এর আগে গত ১০ আগষ্ট একই স্থানে আরেকটি দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ১জন নিহত এবং ২০ জন আহত হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর