গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে মাদারীপুরের রাজৈর হাসপাতাল ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহতদের মধ্যে রোজিনা বেগম (২৫) নামে এক জনের পরিচয় পাওয়া গেছে। নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার বরৈতলা এলাকার বর্নি গ্রামে। ভাংগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
মাদারীপুরের রাজৈর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রদীপ চন্দ্র মন্ডল জানান, মারাত্মক আহত ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং ৯ জনকে চিকিৎসাধীন রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা