আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। আর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলতে, খেতে এবং কাজ করতে পারে।
আর বিএনপি ক্ষমতায় এলে এতিমের টাকা লুট করে খায়। বিদেশে টাকা সরায়। বিএনপি-জামায়াতকে বাংলাদেশের মানুষ চায় না। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের সখিপুর ইসলামিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা এসব কথা বলেন তিনি।
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বেই দেশের স্বাধীনতা এসেছে। বঙ্গবন্ধুর নামের ওপর দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তার নামেই স্বাধীনতা এসেছে। কিন্তু এখন যারা তার অবদানকে খাটো করার হীনচেষ্টা করছেন, তাদের দেহ বাংলাদেশে থাকলেও মনপ্রাণ পাকিস্তানে। পাকিস্তানের দালালদের স্থান বাংলাদেশে হবে না।
সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি হাজী আ. ওহাব বেপারী, হাবিবুর রহমান সিকদার, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (গেরিলা আজাদ), নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, আওয়ামী লীগ নেতা জহির সিকদার, জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর প্রমুখ।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৮/আরাফাত