লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় ক্রেতা শাহ আলমের হামলায় নুরনবী নামের এক বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে সদর উপজেলার বিজয় নগরে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত নুরনবী স্থানীয় হামছাদী ইউনিয়নের নুরজ্জামানের ছেলে। অভিযুক্ত শাহ আলম একই এলাকার সাদু মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী রোকেয়া বেগম ও স্বজন আহসান উল্যাহ জানান, বিজয়নগর এলাকার নুরনবীর চায়ের দোকানে শাহ আলম সিগারেটের জন্য যায়। এসময় দোকানি পুরোনো বকেয়া টাকা পরিশোধের জন্য বলে। এতে ক্ষিপ্ত হয়ে দোকানিকে এলোপাতাড়ি মারধর শুরু করে শাহ আলম। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, পাওনা টাকাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয়েছে শুনেছি, নিহত ব্যক্তি আগ থেকেই হৃদরোগে আক্রান্ত ছিল বলে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৮/আরাফাত