ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সকাল ৮টায় জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মনির আহমেদ খান।
প্রধান ঈদ জামাতে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মো: জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: খায়রুল ইসলাম ছাড়াও জেলার উর্ধ্বতন সরকারী কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
এছাড়া গাজীপুরের ৫টি উপজেলায় এবং ৩টি পৌরসভায় অর্ধশতাধিক বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৮/ ওয়াসিফ