সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভুট্টু প্রামানিক নামে (৩৫) এক গরু ব্যাপারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ও মাইক্রোবাস চালকসহ আরও ৬ জন আহত হয়েছেন। নিহত ভুট্টু প্রামানিক পাবনার চাটমহর উপজেলার কুখড়াগারী গ্রামের মৃত হামজা প্রামানিকের ছেলে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া এলাকার এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পাবনা জেলার আব্দুল মান্নান, ডাবলু, মনিরুল ইসলাম, ট্রাক চালক সাদ্দাম এবং ট্রাক মালিক তাসের উদ্দিন, আহত মাইক্রোবাস চালকের নাম পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল কাদির জানান, গরুর ব্যাপারী নিয়ে রাজশাহীমুখী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালকসহ ট্রাক চালক ও ট্রাকের ৬ যাত্রী আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বর এলাকার সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎস ভুট্টু প্রামানিকে মৃত ঘোষণা করেন। উল্লাপাড়া ফায়ার সার্ভিস টিমের সহায়তায় অন্যান্য আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৮/ ওয়াসিফ