দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক ও ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিএস নেগি মিষ্টি ও ফুল উপহার দিয়ে বিজিবি ও বিএসএফের পক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ৯ প্যাকেট মিষ্টি ও বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ১২ প্যাকেট মিষ্টি এবং ফুল উপহার দেওয়া হয়।
এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক, কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর গিরিজ কুমার, মিথিলেশ শেখরসহ উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার, ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার ও হিলি ক্যাম্পসহ আশেপাশের ক্যাম্পের জন্য বিজিবির পক্ষ থেকে ৯ প্যাকেট মিষ্টি উপহার হিসেবে দেওয়া হয়।
অপরদিকে, ভারতের বিএসএফের রায়গঞ্জ সেক্টর কমান্ডার ও পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক, ফুলবাড়ি-২৯ বিজিবি বাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসার, বিজিবির হিলি আইসিপি ক্যাম্পসহ আশেপাশের ক্যাম্পের জন্য বিএসএফের পক্ষ থেকে ১২ প্যাকেট মিষ্টি উপহার হিসেবে দেয়।
বিডি প্রতিদিন/২২ আগস্ট ২০১৮/আরাফাত