কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ড্রিমল্যান্ড পার্ক থেকে এক কিশোরের (১০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত কিশোরের নামপরিচয় জানা যায়নি। ।
বুধবার রাত ১০টায় উপজেলার সুয়াগাজি এলাকার ড্রিমল্যান্ড পার্ক থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ড্রিমল্যান্ড পার্কের মালিক সাইফুল ইসলাম শাহিনকে আটক করা হয়েছে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত
করে জানান, এ ঘটনায় পার্কের মালিক শাহিনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার
থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর