রাঙামাটিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শাহেদ (২০) নামে এক নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. সুমন (২২) ও মো. সোহেল (২২) সহ আরও তিনজন। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার দুপুরে শহরের মানিকছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহেদ চট্টগ্রামের উত্তর রাংগুনীয়া মোগলের হাট এলাকার আব্দুল কুসুমের ছেলে।
রাঙামাটি হাসপাতালের চিকিৎসক ডা. নিহার রঞ্জন নন্দী জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। চারজনের মধ্যে একজনের মো. শাহেদের ঘটনাস্থলে মৃত্যু হয়। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সৎজিত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্বজদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে তার মরদেহ হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৮/আরাফাত