দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে বাস-পাগলু (অটো'র মতো যান) সংঘর্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের হাবলু হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার এসআই মো. আব্দুল লতিফ জানান, রিফাত পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর হতে যাত্রী নিয়ে পঞ্চগড় যাওয়ার পথে দুপুরে বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের হাবলু হাট সংলগ্ন এলাকায় একটি বিপরীতগামী পাগলুর সাথে সংঘর্ঘ বাঁধে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে উল্টে যায় এবং পাগলুটিও ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মাহামুদুল হাসান পলাশ জানান, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাকজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
বীরগঞ্জ থানার এসআই মো. দুলাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতরা বাস এবং পাগলুর যাত্রী। ঘটনার পর পুলিশ উদ্ধার কাজে অংশগ্রহণ করে এবং মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা