নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার উপজেলার সফর আলী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক। তিনি জানান, হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে কিছু লোক জড়ো হয়ে নাশকতা ও জনস্বার্থে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন এমন খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা